SSC Class 10 Business Entrepreneurship Assignment Answer 3rd Week

SSC Class 10 Business Entrepreneurship Assignment Answer 3rd Week Available here. The Department of Secondary and Higher Education has published the SSC Class 10 3rd Week Assignment Syllabus. Assignments up to Class 6-9 started from 2020 but SSC Class 10 Assignment started in June 2021. We have been publishing the answers to each assignment on our side www.chakrirresult.com. Visit our side to view or download SSC Class 10 3rd Week Assignment Answers.

DSHE has been published Class 10 3rd Week Business Entrepreneurship Assignment SSC Batch 2022. Newcomer SSC students have passed the new class but are lagging behind in their studies. All educational institutions closed for pentomic conditions. 3rd week Business Entrepreneurship assignment SSC is very important. Although the Department of Education teaches online. SSC students are not able to concentrate. So, download your SSC assignment Business Entrepreneurship 3rd week answer 2021 from here along with its answer.

Assignment Class 10

Class 10 or SSC 2022 assignment is very important in pentomic condition. Because the education minister has said that this time he will not give autopass anymore. Class 10 students will be assessed through Assignment. For this, Class 10 or SSC 2022 students have to write and submit the assignment on Business Entrepreneurship subject.

You need to know about the assignment before writing the assignment. To write the assignment, first you have to take A4 size paper. SSC 3rd Week Business Entrepreneurship Assignment Answers will be found in this post. Please read the whole post to see the SSC Business Entrepreneurship Assignment Answer. You have to write a few paragraphs about a specific topic. You need to take help from your text book to write class 10 Business Entrepreneurship assignment 2021.

SSC Assignment 2021 Class 10

The Secondary and Higher Education doctorate has assigned the SSC Assignment 2021 class 10 to continue educational activities. So it is very important for the students to answer the SSC assignment class 10 3rd week 2021 question. Also, they have to submit properly the 3rd week SSC assignment answer 2021. Therefore, Class Ten students should pay close attention to 10th class assignment 2021 answers.

Class 10 Assignment Answer 2021 SSC

Recently Class 10 new assignments have been published. We uploaded the 3rd week assignment here. Business Entrepreneurship assignment has been given from NCTB Board book.  If you are SSC 2022 batch, you can download class 10 Business Entrepreneurship assignment from here. Class 10 Assignment Answer 2021 SSC. Although we made the Business Entrepreneurship assignment answer for the 3rd week.  You will make a better answer than that You must submit a Business Entrepreneurship assignment. You will be assessed through assignments.

SSC Assignment Class New 10 3rd Week

All schools in the country will be closed from March 2020 for Covid 19. Class 10 students could not go to school one day after being admitted to the new class. Through assignment, they are giving merit test to the teachers. Now you have to write the assignment for the 3rd week. Business Entrepreneurship Assignment Answer SSC We have created. If you are a class student, you will need to submit Business Entrepreneurship assignments along with other subjects.

SSC Business Entrepreneurship Assignment Answer

Class 9 department is formed according to the policy of education system of our country. Commerce is one of the 3 departments. Business Entrepreneurship in Commerce is very important. Which is to be studied regularly. Class 10 or SSC 2022 students could not go from class 9 to class for Corona. Business Entrepreneurship is giving merit test through assignment. We are preparing 3rd week Business Entrepreneurship Assignment Answer. Which is required for Class 10 or SSC 2022 students.

3rd week Class 10 Babosai Uddog Assignment Answer SSC 

3rd week Class 10 Babosai Uddog Assignment Answer SSC uploaded here. If you are Class 10 or SSC 2022 then this is for you. In accordance with this line-up, class 10 or SSC 3rd week Babosai Uddog  assignment answer 2021 has been given here in both picture and PDF file. A picture of any subject answer is not only enough, but one also needs to download the PDF file to get a full answer for their SSC Babosai Uddog 3rd week assignment.

প্রশ্নঃ

এ্যাসাইনমেন্ট
বাংলাদেশে শিল্পের উপর ব্যবসায়িক পরিবেশের উপাদানের প্রভাব।

উত্তরঃ

ভূমিকাঃ সাধারণত পরিবেশ বলতে কোন ব্যক্তি বা বস্তুর পারিপার্শ্বিক অবস্থা এবং এগুলোর অবস্থানকে বোঝানো হয়ে থাকে। যে কোন শিল্প প্রতিষ্ঠানকে একটি পরিবেশের মধ্যে কাজ করতে হয়। তাই প্রতিটি শিল্পপ্রতিষ্ঠান পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয়। ফলে প্রত্যেক শিল্প উদ্যোক্তাকেই পরিবেশ সম্পর্কে এদের ক্রিয়া-প্রক্রিয়ার প্রভাব সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা আব্যশক। তা না হলে কোন উদ্যেক্তাই সফলতা অর্জন করতে পারেনা।

নিম্নে বাংলাদেশে শিল্পের উপর ব্যবসায়িক পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করা হলঃ

ব্যবসায়ের ধারণাঃ

সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসায় বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষ যে সব বৈধ অর্থনৈতিক কার্যাদি সম্পন্ন করে থাকে, তাকে ব্যবসায় বলে। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগী পালন করা, সবজি চাষ করাকে ব্যবসায় বলা যায় না। কিন্তু যখন কোন কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায় তা ব্যবসায় বলে গণ্য হবে। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকান্ড ব্যবসায় বলে গণ্য হবে যদি সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়।

সুতরাং যে কাজটিকে আমরা ব্যবসায় বলবো তার চারটি মৌলিক উপাদান আছে।

যথা: (ক) অর্থনৈতিক কাজ

        (খ) মুনাফার উদ্দেশ্য

        (গ) ঝুঁকি

        (ঘ) বৈধতা।

এই ৪ টি উপাদান না থাকলে কোন কাজকে ব্যবসায় বলা যাবে না।

ব্যবসায় পরিবেশ বলতে বুঝায় মূলত একটি ব্যবসায় প্রতিষ্ঠান যে সকল পরিবেশের মধ্যে কাজ করে। অর্থাৎ একটি ব্যবসায়কে যে সকল উপাদান প্রভাবিত করে, সেগুলোর সমষ্টিই ব্যবসায় পরিবেশ। ব্যবসা প্রতিষ্ঠানের উপর প্রভাববিস্তারকারী উপাদনগুলোর মধ্যে আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক, রাজনৈতিক, আইনগত, সরকারী নীতি, প্রতিযোগী, সরবরাহকারী ইত্যাদি অন্যতম। ব্যবসায়ের পরিবেশের উপাদানগুলোকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। যথা: ব্যাষ্টিক পরিবেশ ও সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশের মধ্যে কোম্পানী,সরবরাহকারী, মধ্যস্থকারী, ক্রেতাসাধারণ, প্রতিযোগী, ও জন সাধারণ অন্তর্ভুক্ত। পক্ষান্তরে, একটিক ব্যবসায় প্রতিষ্ঠানের সামষ্টিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে: জনসংখ্যা পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ ও সামাজিক সাংস্কৃতিক পরিবেশ।

বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ:

বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ক্ষুদ্র ও দরিদ্রতম দেশ। এ দেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ এখনও পূরনধাচের। রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল ও ঘন ঘন পট পরিবর্তন হয়ে থাকে। অধিকাংল লোক কৃষি নির্ভর ও গ্রামে বসবাস করে। শিল্পে অনুন্নত ও মন্থর গতি (৬.০৪%) মাথাপিছু আয় কম বেকার সমস্যা, মূল্যবোধের অবক্ষয়, জনসংখ্যার ঘনত্ব বেশী, খনিজ সম্পদের অভাব, প্রযুক্তির পশ্চাতপদতা, জনগণের ক্রয়ক্ষমতা কম প্রভৃতি নেতিবাচক বৈশিষ্ট্যও প্রতিকূল অবস্থা বিরাজমান। এ সকল উপাদান ব্যবসায়ের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে। নিম্নে বাংলাদেশের ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন উপাদানগুলোর প্রভাব বর্ণনা করা হলো:

১. রাজনৈতিক পরিবেশ ( Political Environment ): বাংলাদেশ একটি স্বাধীনতা প্রাপ্ত দেশ। এটি ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। এর পূর্বে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ২৪ বছর পশ্চিমারা শাসন করে বলে সে সময় এদেশে তাদের থেকে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে খুব কম সহযোগীতা পাওয়া যায়। বাংলাদেশে তৎকালীন সময়ে হাতেগোনা কয়েকজন উদ্যোক্তা থাকলেও তারা তেমন সুযোগ সুবিধা ভোগ করতে পারেনি। যার ফলে, এ সময়ে বাংলাদেশে ব্যবসায়ের তেমন কোন অনুকূল পরিবেশ গড়ে উঠেনি।

২. অর্থনৈতিক পরিবেশ (Economic Environment): বাংলাদেশের ব্যবসায় পরিবেশ অর্থনৈতিক দিক থেকে বিচার করলে দেখা যাবে অনুকূল-প্রতিকূল উভয় পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ একটি জনবহুল দেশ হবার কারণে পণ্যের বিরাট চাহিদা রয়েছে; যার জন্য শিল্প প্রতিষ্ঠান স্থাপনের যথেষ্ঠ সুযোগ আছে। শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য সুলভ কাঁচামাল ও পর্যাপ্ত দক্ষ ও আধাদক্ষ জনগোষ্ঠীও রয়েছে। পুঁজি বাজার সৃষ্টির লক্ষ্যে ব্যাংক, শেয়ার বাজার, বীমা ইত্যাদি আর্থিক প্রতিষ্ঠানও আছে যথেষ্ট পরিমাণ। সরকারী রাজস্ব নীতি, করনীতি ও নতুন শিল্প নীতির মাধ্যমে দেশী বিদেশী শিল্প বিনিয়োগকারীদের আকর্ষণ করার প্রচেষ্ট্ চালানো হচ্ছে।

৩. আইনগত পরিবেশ (Legal Environment): দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল ব্যবসায় পরিবেশের সহায়ক। সুষ্ঠ ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিভিন্নধরণের আইন প্রনয়ন করা হয়েছে। যার মধ্যে, কলকারখানা আইন, শ্রমিকদের মজুরী পরিশেধ আইন, শিল্প সম্পর্ক আইন, শ্রমিকদের ক্ষতিপূরণ আইন, শ্রমিক নিয়োগ (স্থায়ী আদেশ) আইন দোকান ও প্রতিষ্ঠান আইন মাতৃত্ব কল্যাণ আইন ইত্যাদি উল্লেখযোগ্য। আবার বাণিজ্যেক আইনের মধ্যে অংশীদারী আইন, কোম্পানী ব্যাংকিং আইন, আমদানি রপ্তানি আইন ইত্যাদি আইন রয়েছে। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই আইনের সুষ্ঠ প্রয়োগ না থাকায় ব্যবসায়ীগণকে প্রায়ই দুর্ভোগ পোহাতে হয়।

৪. সামাজিক সাংস্কৃতিক পরিবেশ (Socio-Cultural Environment): কোনো দেশের মানুষের সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ব্যবসায় পরিচালনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কৃষ্টি একটি গুনাগত বিষয়, যা কোন নির্দিষ্ট মাপকাঠিতে পরিমাপ করা যায় না; কিন্তু অর্থনৈতিক উন্নয়নের গুতিধারা অনুমান করা যায়। উন্নয়নশীল দেশের তুলনায় উন্নত দেশগুলোর উৎপাদনশীলতা অনেকগুন বেশী। তার জন্য অর্থসামাজিক পরিবেশ অনেকাংশে দায়ী। তাই এদেশে শিল্প সহায়ক পরিবেশ গড়ে উঠার জন্য কিছু কিছু বিষয়ের উপর গুরুত্ব। প্রমাণ করতে হবে যে নিম্নরূপ:

(ক) চাঁদাবাজি বন্ধ করা।

(খ) অত্যাবশ্যকীয় পণ্য বাদে বিলাস দ্রব্য আমদানি বন্ধ রাখা।

(গ) দেশীয় উৎপাদিত পণ্য রক্ষার্থে অনুরূপ বিদেশী পণ্য বন্ধ রাখা।

(ঘ) ঘুষ প্রদান ও গ্রহণ প্রভৃতি বন্ধের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা।

(ঙ) পরিশ্রমী ও ঝুঁকি গ্রহণের মানুসিকতার বিকাশ ঘটাতে হবে।

৫. প্রযুক্তিগত পরিবেশ: বর্তমান আধুনিক যুগকে প্রযুক্তির যুগ বলা হয়। যে দেশ প্রযুক্তিতে যত উন্নত, সে দেশ ব্যবসা বাণিজ্যেও তত উন্নত। বাংলাদেশের প্রযুক্তিগত দিক পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় যে, এ দেশের প্রযুক্তি অনেক পুরাতন এবং অনেক ক্ষেত্রে এখনও মানদাতার আমলের প্রযুক্তির মাধ্যমে কাজ করছে। দেশের বেশীরভাগ লোক প্রযুক্তি জ্ঞানহীন ও অদক্ষ ও আধাদক্ষ। শিক্ষার হার কম। আর প্রযুক্তিগত শিক্ষা চাহিদার তুলনায় অপ্রতুল। তাই ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য আরও উন্নত প্রযুক্তির প্রসার ঘটাতে হবে। দেশের প্রযুক্তির উদ্ভবন ও উন্নয়ন ঘটাতে হবে। অদক্ষ জনগণকে প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানস্পন্ন রূপে রূপান্তর করে নির্ভরশীলতা করানোর ব্যবস্থা করতে হবে।

উপরিউক্ত আলোচনা থেকে দেখা যায় যে, বাংলাদেশের শিল্প উন্নয়নের সহায়ক পরিবেশ অনুপস্থিত; তাই ব্যবসায়ের উন্নয়ন ও প্রসার ঘটানোর জন্য অতিদ্রুত ব্যবসায়িক অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কার্যাকর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Read More:

HSC English Assignment Answer 2022 For Class 11

SSC Assignment BGS Answer 2021 2nd Week 

3rd week Assignment Bangla Answer 2021 HSC

Math Assignment Answer 2021 Class 10 3rd Week

Last Word:

We publish assignment answers for all classes including SSC on this side www.chakrirresult.com. This was all for SSC assignment 2021 3rd week Answer. Also job advertisements, results, appointments etc. are published on this side along with various educations. I request you to visit this side regularly.

Leave a Comment