SSC Assignment 2022 Physics Answer 1st and 2nd Week

Department of Secondary and Higher Education has published SSC Assignment 2022 Physics 1st and 2nd Week. SSC 2022 Physics Assignment Answer 1st and 2nd (New Change Assignment) is available www.chakrirresult.com. It is not possible to take SSC exam for Corona. Autopsy was given last year as there was no HSC exam.

Due to this, the Ministry of Education faced various problems. So this time no autopsy will be given in any test. Therefore, the lessons of 2022 SSC candidates will be assessed through assignment as opposed to autopass. In this context, DSHE has published the Physics Assignment Syllabus for the 1st and 2nd week of Science.

SSC Assignment 2022

SSC 2022 assignment is very important in pentomic condition. Because the education minister has said that this time he will not give auto pass anymore. SSC 2022 students will be assessed through Assignment. For this,SSC 2022 students have to write and submit the assignment on Physics subject.

You need to know about the assignment before writing the assignment. To write the assignment, first you have to take A4 size paper. SSC 1st and 2ndWeek Physics Assignment Answers will be found in this post. Please read the whole post to see the SSC Physics  Assignment 2022 Answer. You have to write a few paragraphs about a specific topic. You need to take help from your text book to write SSC 2022 Physics assignment 2022.

SSC Assignment 2022 Physics Answer (All Weeks)

Students have to write their own assignments. Students need to be careful to write assignments. Physics Assignment Answers should not be matched with other tax answers. If the assignment answer matches with someone else, it will be canceled. For this the students have to write the answer of the material assignment by trying on their own. You can get help from your textbook online, teacher and our answers to write the assignment answer. But from here you can understand the subject and write yourself more beautifully. Only then can you get higher marks.

SSC 2022 Physics 1st Week Assignment

If you are an examinee of SSC 2022 Science Department, start writing Physics Assignment Answer without wasting any more time. DSHE has released the 1st week substance assignment. “Chapter 01: Physical Quantities and Measurements” is scheduled for the 1st week of SSC 2022 Physics Assignment. Read the chapter carefully and write your answer in practice. You can take a look at the sample answer we created before creating your physics assignment solution.

SSC Assignment 2022 Physics Answer 1st Week

SSC Assignment 2022 Physics Answer 1st Week is available here. If you practice SSC Physics 1st week assignment tropics, you will be able to learn how to determine the area and volume of evenly shaped objects using simple instruments.

প্রশ্ন-১: একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তােমার মােটা আর্ট পেপারের প্রয়ােজন। আবার কোভিড মহামারির কারণে তােমার পরিচিত স্টেশনারির দোকানটিও খুলছেনা। যে দোকানটি খােলা আছে তার দোকানি অসাধু বলে লােকালয়ে দুর্নাম আছে । কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তােমাকে এখন কাগজ কিনতে হবে। দোকানি তােমাকে যে কাগজ দিয়েছে তার মান ১৬০ গ্রাম/মি বলে দাবী করছে। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ ৬৫ সেমিx ৭৫ সেমি। তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে। বাসায় তােমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে ২ সেমি এর ছােটো কোনাে কিছুর পরিমাপ করা যায়না। আর তােমার বাসায় রান্নার মালমশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে। তাতে ২০ গ্রামের নীচে কোনাে ভর রেকর্ড হয় না । তার মানে ৮ গ্রামের কোনাে বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তােমাকে ৫টি বস্তু নিতে হবে। যাতে তাদের সম্মিলিত ভর ৪০ গ্রাম হয় যা ২০ গ্রামের গুণিতক। তােমার অন্য কোনাে যন্ত্র ব্যবহারের সুযােগ নেই।

(ক) কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত?

উত্তর:

(খ) কিলােগ্রামে মাপলে এই মানের একক কী দাঁড়াবে?

উত্তর:

(গ) এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তােমাকে কমপক্ষে কতগুলাে কাগজ কিনতে হবে ? তােমার হিসেবের স্বপক্ষে যুক্তি দেখাও।

উত্তর:

(ঘ) কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে (১২০+-৫) গ্রাম/মি তার অর্থ হচ্ছে মানটি আসলে ১১৯.৫ হতে ১২০.৫ এককের এর মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ক্রটির মান ৫ একক। তােমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল?

উত্তর:

Physics 2nd Week Assignment

Physics assignments for 1st and 2nd week of SSC 2022 examinees have been published simultaneously. Physics Assignment 2nd Week Subject Schedule “Chapter-2: Speed” section has been selected. Read the speed chapter carefully and write the answer to the question scheduled for the physics 2nd week assignment. If you want, you can take a look at the answer we have prepared.

Physics 2nd Week Assignment Answer

প্রশ্ন-২: দু’জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী, রাব্বী আর সজল, পরীক্ষার হল বাবর একটি সােজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন। বাসায় থাকে। তাদেরকে পরীক্ষার হল গেটে ৯টার মধ্যে হাজির হতে বলা হয়েছে – এর পর গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যতদুর, রাব্বীর বাসা তার থেকে আরাে ২০০ মি দূরে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোনাে রকমে পড়িমড়ি করে নাস্তা আর মা-বাবার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে যে, ছির বেগে রাব্বী হেটে যাচ্ছে এবং এ বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছবে। কিন্তু। ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ ১ মি/সে সমত্বরণে ১০ সেকেন্ডের। বেশি এগুনাে অসম্ভব। আর বাকী সময়টায় সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়তে পারবে । এখন সকাল ৮টা ৫৮ মিনিট বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহুর্তে ঢুকতে পারবে।

(ক) সজলের বাসা পরীক্ষার হল হতে কত দূরে ?

উত্তরঃ

(খ) রাব্বী পরীক্ষার আগের রাতে ঠিক করলাে যে সে বাসা থেকে সকাল ৮টা ৪৪ মিনিটে বের হবে আর সমবেগে চলে সকাল ৮টা ৫৫ এর মধ্যে হলে পৌঁছাবে। তাহলে তাকে কী বেগে চলতে হবে?

উত্তরঃ


(গ) এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে ৫০ মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বীর গােড়ালী মচকায় আর এর পর হতে রাব্বী পূর্ব বেগের এক চতুর্থাংশ বেগে চলতে থাকে তাহলে হলে ঢুকার আগে সজল কি তাকে অতিক্রম করবে?

উত্তরঃ


(ঘ) একটি লেখচিত্রে সকাল ৮টা ৫৮ মিনিট হতে সকাল ৯টার মধ্যে রাব্বী আর সজলের রাস্তা অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য তােমাকে অন্তত চারটি বিন্দুর ( সর্বমােট আটটি বিন্দু ) অবস্থান দেখাতে হবে।

উত্তরঃ

Read More:

SSC English Assignment Answer 2022 For Class 11

SSC Assignment BGS Answer 2022 2nd Week 

Assignment Physics Answer 2022 SSC

Math Assignment Answer 2022 Class 10 3rd Week

1 thought on “SSC Assignment 2022 Physics Answer 1st and 2nd Week”

Leave a Comment